চোখের সংবেদনশীলতা কি? কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি

চোখের সংবেদনশীলতা কি এবং কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি তা আজকে আপনাদের জানাবো। এছাড়া মানুষের চোখের সংবেদনশীলতা কত এবং কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে কম তাও বিস্তারিত জানাবো।

মানুষের চোখে আলোর সংবেদনশীলতা

বর্তমানে বিভিন্ন চাকরি পরিক্ষায় ও নবম- দশম শ্রেনী সহ বিভিন্ন শ্রেণির পরিক্ষায় আলোর সংবেদনশীলতা নিয়ে একটি MCQ প্রশ্ন থাকে। কিন্তু, প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে বা রং এর নাম পাল্টে দিলে, অনেকে কোন আলোর সংবেদনশীলতা সবচেয়ে বেশি তার উত্তর দিতে পারে না। তাই, আলোর সংবেদনশীলতা নিয়ে আমরা আপনাদের বিস্তারিত জানাচ্ছি। আশা করি, এ বিষয়ে যেভাবেই প্রশ্ন হোক আপনার সঠিক উত্তর দিতে পারবেন।

আজকে যা জানাবো

  • চোখের সংবেদনশীলতা কি?
  • চোখের সংবেদনশীলতা কত?
  • কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি
  • আলোর সংবেদনশীলতা নিয়ে কিছু নমুনা প্রশ্ন

চোখের সংবেদনশীলতা কি?

একজন মানুষের একটি চোখ

চোখের সংবেদনশীলতা বা বর্ন দর্শন ক্ষমতা হচ্ছে আমাদের চোখের
আলোকরশ্মি দেখার ক্ষমতা। মানুষ সহ বিভিন্ন প্রাণীর চোখের গঠন অনুযায়ী এতে নানা ধরনের কোষ থাকে। এবং আমরা যে বিভিন্ন রং দেখতে পাই তার নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে। মূলত বিভিন্ন রং এর আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম-বেশি হওয়ার কারণে আমরা কোন জিনিস দূর থেকে কম-বেশি দেখি।

রং থেকে বিচ্যুত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে আমরা দূর থেকে বেশি স্পষ্ট দেখি। রং এর তরঙ্গ দৈর্ঘ্য কম হলে আমরা দূর থেকে কম দেখি। অতএব বলা যায়, চোখের সংবেদনশীলতা রং থেকে বিচ্যুত আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও চোখের গঠনের উপর নির্ভরশীল।

আরও পড়ুন

চোখের সংবেদনশীলতা কত

উইকিপিডিয়ার তথ্য মতে, একজন স্বাভাবিক মানুষের চোখের সংবেদনশীলতা বা বর্নদর্শন ক্ষমতা হচ্ছে, যে কোন বস্তুর রং থেকে বিচ্যুত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ৪০০ থেকে ৭০০ ন্যনোমিটার। রং এর তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে হলে আমরা দেখতে পাই। বিভিন্ন গবেষণায় দেখা যায়, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে চোখের সংবেদনশীলতা কম বেশি পাওয়া হয়।

কোন আলোতে চোখের সংবেদনশীল সবচেয়ে বেশি

একজন মহিলা আলোর দিকে তাকিয়ে আছেন

কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি বা কোন আলোতে
চোখের সংবেদনশীলতা সবচেয়ে কম তা জানার জন্য আপনাদের বিভিন্ন রং এর তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে। রং এর তরঙ্গ দৈর্ঘ্য জানলেই আপনারা বুঝতে পারবেন কোন রঙে চোখের সংবেদনশীলতা বেশি। নিচে উইকিপিডিয়ার তথ্য অনুসারে, কয়েকটি রঙের এর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া হলোঃ

  • লাল রঙ - ৬৫০ ন্যানোমিটার
  • কমলা রঙ- ৬০০ ন্যানোমিটার
  • হলুদ রঙ - ৫৮০ ন্যানোমিটার
  • সবুজ রঙ - ৫৫০ ন্যানোমিটার
  • নীল রঙ - ৪৫০ ন্যানোমিটার
  • বেগুনি রঙ - ৪০০ ন্যানোমিটার

আলোর এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে সহজেই আপনারা বুঝতে পারবেন কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি। এই তালিকা থেকে দেখা যায় লাল রং আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি। অর্থাৎ দূর থেকে লাল আলো স্পষ্ট দেখা যায়। তাই ট্রাফিক লাইটে ও বিপদ চিহ্ন বোঝাতে লাল আলো থাকে।

এছাড়াও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তালিকাটা খেয়াল করলে দেখতে পারবেন, কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে কম। তালিকায় বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, অর্থাৎ বেগুনি আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে কম। এর মানে বেগুনি আলো বেশি দূর থেকে দেখা যায় না।


আরও পড়ুন

এখন যদি যে কোন পরিক্ষায় MCQ প্রশ্ন আসে কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি, তাহলে আপনারা যে রং এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটি উত্তর দিবেন। সাধারণত উপরে রং গুলোর মধ্যে ৪ টি অপশন থাকে।

আবার যদি প্রশ্ন আসে, কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে কম, তাহলে যে রঙ এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি উত্তর হিসেবে দিবেন।

এছাড়াও প্রশ্ন হতে পারে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বা বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, আশা করি আপনারা এ প্রশ্ন গুলোরও সঠিক উত্তর দিতে পারবেন।

আরও পড়ুন

আলোর সংবেদনশীলতা নিয়ে কিছু নমুনা প্রশ্ন

আজকের আর্টিকেলটি আপনারা মনোযোগ দিয়ে পড়লে, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত অথবা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবেন।

প্রশ্ন গুলো হলোঃ- চোখের সংবেদনশীলতা কি, কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি, কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে কম, কোন আলোর সংবেদনশীলতা সবচেয়ে বেশি, কোন আলো চোখের জন্য সংবেদনশীল, কোন রঙে চোখের সংবেদনশীলতা বেশি এবং মানুষের চোখের সংবেদনশীলতা কত।

এছাড়াও প্রশ্ন হতে পারে চোখের সংবেদনশীলতা কোন আলোতে বেশি, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত, সবুজ রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত এবং দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত।

আমাদের শেষ কথা

আজকে আমরা আপনাদের জানালাম, চোখের সংবেদনশীলতা কি? এবং কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি বা কোন আলোর সংবেদনশীলতা সবচেয়ে বেশি। আশাকরি, আপনারা বিভিন্ন পরিক্ষায় আলোর সংবেদনশীলতা নিয়ে কোন প্রশ্ন হলে তার উত্তর দিতে পারবেন। এ বিষয়ে আপনাদের আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url