আধুনিক যুগে ছেলে মেয়েরা কিভাবে স্মার্ট হবেন। স্মার্ট হওয়ার সেরা ১২ টি উপায়।
ছেলে বা মেয়েরা কিভাবে স্মার্ট হবে? আজকে আমারা আপনাদের জানাবো একজন স্মার্ট ছেলে বা স্মার্ট মেয়ে হওয়ার উপায়। এর মধ্যে থাকবে কথাবার্তায় স্মার্ট হওয়ার উপায়, চটপটে ও চালাক হওয়ার উপায় এবং স্টাইলিশ হওয়ার নানা উপায় নিয়ে আলোচনা।
একজন ছেলে বা মেয়ে স্মার্ট না হলে সব বিষয়ে ব্যর্থতা তাকে ঘিরে রাখে। আবার অনেক পরুষ ও নারী আছেন যারা শুধু নিজেকে স্মার্ট করে তোলার উপায় গুলো জেনে চটপটে ও কথাবার্তায় স্মার্ট হয়ে জিরো থেকে হিরো হয়েছেন। স্মার্ট মানুষ খুবই চালাক ও কৌশলী হয়ে উঠেন, তাই তারা সব বিষয়ে সফল হয়।
কোন মানুষ স্মার্ট হয়ে জন্মায় না। তারা কিভাবে স্মার্ট হওয়া যায় এই বিষয় নিয়ে পড়াশোনা করেন। চালাক, চটপটে, কৌশলী ও কথাবার্তায় স্মার্ট হওয়ার উপায় নিয়ে বিখ্যাত লেখক ডেল কার্নেগীর অনেক বই রয়েছে। আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। আমারা সেসব বই থেকে নিজেকে স্মার্ট করে তোলার কয়েকটি উপায় তুলে ধরছি।
স্মার্টনেস আসলে কি?
আমাদের মধ্যে অনেকেই মনে করেন, দামি পোশাক পরলেই একজন ছেলে বা মেয়ে স্মার্ট হয়। কিন্তু এটি একটি ভুল ধারনা। Google translate অনুযায়ী Smart এর বাংলা অর্থ গুলো হলঃ বুদ্ধিমান, বিচক্ষণ, তৎপর, চটপটে, করিতকর্মা, তীক্ষ্ণ, ছিমছাম ।
অতএব বলা যায় একজন ছেলে বা মেয়েকে স্মার্ট হতে হলে চটপটে, চালাক, কৌশলী, পরিপাটি ও কথাবার্তায় স্মার্ট হওয়ার দক্ষতা গুলো অর্জন করতে হবে।
শধু সুন্দর, স্টাইলিশ, ফ্যাশনেবল ও Handsome হলেই তাকে স্মার্ট ছেলে বা মেয়ে বলা যাবে না। তবে উপরোক্ত গুন গুলো অর্জন করারা পাশাপাশি একজন ছেলে বা মেয়ে সুন্দর, স্টাইলিশ, ফ্যাশনেবল ও Handsome হওয়ার উপায় গুলো অর্জন করলে সে আরও বেশি স্মার্ট হবেন।
আরও পড়ুনঃ
আধুনিক যুগে ছেলে মেয়েরা কিভাবে স্মার্ট হবেন। স্মার্ট হওয়ার সেরা ১২ টি উপায়।
নিজেকে স্মার্ট করে তোলার উপায় হিসেবে আমারা নিচের বিষয়গুলো বাছাই করছি। একজন স্মার্ট ছেলে বা মেয়েরা কিভাবে স্মার্ট হয় তা এই বিষয় গুলো মধ্যে জানতে পারবেন। চলুন তাহলে স্মার্ট হওয়ার সেরা কার্যকর উপায় গুলো দেখে নেই।
১। নতুন কিছু শেখা/করা
স্মার্ট হওয়ার উপায় হিসেবে নতুন কিছু শেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা শেখার চেষ্টা করছেন, তা যদি আপনি মনে করতে না পারেন, তবে আপনি সত্যিই শিখছেন না।
মনে রাখার মাধ্যমে আপনি যা শেখার চেষ্টা করছেন, সেটাকে মেমরিতে কার্যকরভাবে রাখতে পারেন তাহলে বুঝবেন আপনি শিখছেন। এবং আপনার এই নতুন শেখা বিষয়টা যদি আপনি করতে না পারেন তাহলেও আপনার শেখা হয়নি।
উদাহরণ হিসেবে বলতে পারি যদি আপনি আপনার বন্ধুদের মোবাইল নাম্বার মুখস্ত রেখে বিস্মিত করতে চান, তাহলে এ রকম অনেক নতুন কিছু শিখুন এবং করুন যা অন্যরা পারে না।
এটা হবে নিজেকে স্মার্ট বানানোর সেরা উপায়ের মধ্যে অন্যতম। এটি আপনার বুদ্ধি বাড়াবে। এছাড়া কৌশলী ও আত্ববিশ্বাসী করে তুলবে। যা ছেলেদের ও মেয়েদের স্মার্ট করে তুলে।
২। কথাবার্তায় স্মার্ট হওয়ার উপায়
স্মার্ট ছেলে বা মেয়েরা কিভাবে স্মার্ট হবে, এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হলো কথাবার্তায় স্মার্ট হওয়ার উপায় অর্জন করা।
নিজেকে স্মার্ট করে তোলার উপায় গুলোর মধ্যে অন্যতম সেরা হলো কথা বলার দক্ষতা অর্জন।
আমরা সবাই হয়তো কথা বলতে পারি। কিন্তু কিভাবে, কোথায়, কাখণ ও কী কথা বলতে হবে সেটা একটা আর্ট। আপনি চেষ্টা করলে এই দক্ষতা অর্জন করতে পারেন।
এর জন্য সব সময় শুদ্ধ কথা বলুন। পরিবেশ ও পরিস্থিতি বুজে কথা বলা শিখুন। অনেকে না বুজে অতিরিক্ত কথা বলেন। যা একজন ছেলে বা মেয়ের স্মার্ট হওয়ার পরিবর্তে বোকামির পরিচয়। তাই না বুজে কথা বলা থেকে বিরত থাকুন। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন।
মনে রাখা জরুরি যে, বেশি কথা বললেই কথাবার্তায় স্মার্ট হওয়া যায় না। যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন এবং তথ্য নির্ভর কথা বলুন। কণ্ঠস্বর আকর্ষণীও করার ব্যায়াম করুন। নিজে কথা কম বলুন, অপরের কথা বেশি শুনুন। চটপটে ও স্মার্ট হওয়ার উপায় গুলোর মধ্যে অন্যতম হল কথাবার্তায় স্মার্ট হওয়া।
এছাড়াও কথাবার্তায় স্মার্ট হওয়ার উপায় গুলো জানতে এই লিংকে দেখতে পারেন।৩। পড়ার দক্ষতা অর্জন করুন।
স্মার্ট ছেলে বা স্মার্ট মেয়ে হওয়ার জন্য আপনাকে পড়ার দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে যে কোণ পরিস্থিতিতে কিছু একটা পড়তে হতে পারে। ধরুন আপনি বন্ধু/ বান্ধবীর সামনে খুব দামী পোশাক পরে স্টাইলিশ হয়ে দেখা করতে গেছেন। সেখানে আপনার বন্ধু/ বান্ধবী আপনাকে একটা SMS পড়তে দিলেন। আর তখন যদি আপনি ঠিক করে পড়তে না পারেন, তাহলে আপনার স্মার্টনেস কোথায় থাকবে ?
তাই নিজেকে স্মার্ট করে তোলার উপায় হিসেবে বাংলা ও ইংলিশ সঠিক ভাবে পড়ার দক্ষতা অর্জন করুন। এজন্য প্রতিদিন বই, পত্রিকা বা অনলাইনে কিছু না কিছু পড়ুন। এছাড়া পড়ার দক্ষতা আপনাকে কথাবার্তায় চটপটে হওয়ার উপায় হিসেবে সাহায্য করবে।
৪। সামাজিক হওয়ার দক্ষতা অর্জন।
স্মার্ট ছেলে বা মেয়েরা কিভাবে স্মার্ট হয়, এই প্রশ্নের আরেকটি গুরুত্বপূর্ণ উত্তর সামাজিক হওয়ার দক্ষতা অর্জন করা। অনেকেই আছেন একা থাকেন, সবার সাথে মিশতে পারেন না। লোকজন এদেরকে একঘরে ডাকে।
আপনি যদি মানুষের সাথে মিশতে না পারেন তাহলে আপনি স্মার্ট না। আপনাকে আপনার আশে পাশের মানুষদের সাথে মীলে মিশে থাকতে হবে। আপনি যদি একা একা থাকেন তাহলে মানুষ আপনাকে স্বার্থপর কিংবা একঘরে মানুষ ভাববে। আশে পাশের মানুষ দের সাথে মিলেমিশে চলুন, তাদের খোঁজখবর রাখুন।
তাই সামাজিক হওয়া আরেকটি নিজেকে স্মার্ট বানানোর উপায়।এছাড়া আপনি সামাজিক হলে চটপটে, চালাক, কৌশলী ও কথাবার্তায় স্মার্ট হওয়ার উপায় হিসেবে এটি আপনাকে সাহায্য করবে।
৫। লিখতে শিখুন।
স্মার্ট হওয়ার উপায় হিসেবে আপনাকে লেখা শিখতে হবে। সবাই হয়ত ভাবছেন লিখতে পারে না আজকাল এমন মানুষ আছে। আসলে আধুনিক যুগে লেখা ২ প্রকার । একটা কাগজে লেখা আরেকটা ডিভাইসে (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) লেখা, আপনাকে নিজেকে স্মার্ট বানানোর উপায় হিসেবে এই দুই প্রকারের লেখা শিখতে হবে।
আপনি কাগজে লিখতে পারেন কিন্তু Messages এ বাংলা বা ইংলিশ লিখতে পারেন না।তাহলে আপনার অবশ্যই এই দুই প্রকার লেখা শেখা উচিত। এছাড়া আপনি কি লিখছেন সেটার উন্নতি করাও গুরুত্বপূর্ণ।তাই স্মার্ট ছেলে বা স্মার্ট মেয়ে হওয়ার উপায় হিসেবে দুই প্রকার লেখাই শিখুন।
৬। হিসাব নিকাশে দক্ষতা অর্জন করুন।
কেউ একজন জানতে চাইলো বাংলাদেশের বয়স কত? অনেক মানুষের মধ্যে আপনি যদি সবার আগে বলেন তার মানে আপনি হিসেব নিকেশে পাকা।হয়তো আপনি মোবাইল ক্যালকুলেটর ব্যবহার করেছেন, যেটা অনেকে পারে না।
তাই নিজেকে স্মার্ট করে তোলার উপায় হিসেবে, হিসাব নিকাশের দক্ষতা অর্জনের উপর জোর দিন।যেমন যোগ, বিয়োগ, গুন ও ভাগ ভালো করে শিখুন। পাশাপাশি জ্যামিতিক আকার আকৃতি পরিমাপ যেমন ভুমির মাপ শেখা, শতকরা বের কর ইত্যাদি। মোটকথা আপনাকে স্মার্ট ছেলে বা মেয়ে হওয়ার উপায় হিসেবে গণিতের চর্চা করে দক্ষতা বাড়াতে হবে ।
৭। আপডেট থাকুন।
স্মার্ট হওয়ার উপায় হিসেবে প্রতিদিন আপডেট খবর গুলো জানুন। ধরুন কেউ একজন আপনার কাছে জানতে চাইলো আজ বাংলাদেশে ও ভারত ক্রিকেট খেলা কয় টায়? আপনি বলতে পারলেন না। অথচ বিভিন্ন নিউজে দুই দিন ধরে এই খবর বলছে। তাহলে কি হলো? আপনি আপডেট নন।
তাই আপডেট থাকার জন্য গুরুত্বপূর্ণ সব খবর রাখুন। এবং প্রয়োজন মতো তা প্রকাশ করুন। যা একজন স্মার্ট ছেলে ও মেয়ের, স্মার্ট হওয়ার উপায় হিসেবে কাজ করে। এবং আপনার স্মার্ট নেস প্রকাশ করে।
৮। সময় মেনে চলুন।
স্মার্ট হওয়ার উপায় বা চটপটে হওয়ার উপায় হিসেবে টাইম মেনে চলা একজন স্মার্ট ছেলে বা মেয়ের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আপনি যদি কাউকে কথা দেন ১০ টার সময় দেখা করবেন। কিন্তু গেলেন ১১ টায় । তাহলে যা প্রকাশ পেলো তা হলো আপনার personality কম।
এজন্য ডেইলি রুটিন করে চলুন। সময় মতো সব কাজ করুন। সময় কে অবহেলা করলে আপনার স্মার্টনেস কমার পাশাপাশি জিবনে সফল হওয়া কঠিন হয়ে যায়।তাই চটপটে হওয়ার ও স্মার্ট হওয়ার জন্য সময় মেনে চলুন।
৯। তথ্য প্রযুক্তির ব্যাবহার শিখুন।
আধুনিক যুগে স্মার্ট ছেলে বা মেয়েরা কিভাবে স্মার্ট হবেন তা অনেকটা নির্ভর করে তথ্য প্রযুক্তির ব্যবহারে পারদর্শিতার উপর। বর্তমানে স্মার্ট হতে হলে আপনাকে তথ্য প্রযুক্তির ব্যাবহার শিখতে হবে। যেমন ধরুন এখন অনেকেই ঘরে বসে মোবাইলে ব্যাংকিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে, কিংবা আপনার চাকুরির অনলাইন ফর্ম আপনি নিজেই পূরণ করেন।
আথচ অনেক মানুষ এগুলো পারে না। কিছু দিন পর আপনি যদি এগুলো না পারেন, তখন হয়তো চলা মুশকিল হয়ে যাবে। না হলে অপরের কাছে যেতে হাবে। তাই স্মার্ট হওয়ার উপায় হিসেবে তথ্য প্রযুক্তির ব্যাবহার শিখুন।
আরও পড়ুনঃ
১০।পরিপাটি থাকুন।
স্মার্ট হওয়ার উপায় বা ফ্যাশনেবল হওয়ার উপায় হিসেবে শুধু দামী পোশাক পরে পরিপাটি থাকতে হবে এমন নয়। ধরুন আপনি একটি শার্ট পরেছেন, কিন্তু সেটা আপনার বডির থেকে অনেক বড়, তারপরও যদি আপনি সেটা পরেন তাহলে দেখতে কেমন লাগবে।
তাই, ফ্যাশনেবল হওয়ার উপায়টা হল কম দামি হলেও আপনার জন্য উপযুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পড়ুন। আপনি দেখতে যেমনই হন না কেন, উপযুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস আপ এবং আপনার পরিমিত রুচিশীল সাজসজ্জা আপনাকে স্মার্ট করে তুলবে। তাই স্মার্ট হওয়ার উপায় হিসেবে পরিপাটি থাকুন।
১১। নিজের প্রতি বিশ্বাস রাখুন
স্মার্ট ছেলে বা মেয়ে হওয়ার উপায় হিসেবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখা। নিজেকে স্মার্ট করে তোলার জন্য আপনাকে উপরের উল্লেখিত বিষয় গুলো অর্জন করতে হবে। এজন্য আপনার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে।
আপনি যদি প্রথমেই কোন চেষ্টা না করে মনে করেন আপনি পারবেন না, তাহলে আপনি ব্যর্থ হবেন। তাই স্মার্ট হওয়ার উপায় হিসেবে কথাবার্তায় স্মার্ট হওয়া, হাসি মুখে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা ও চটপটে হওয়ার জন্য আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।
১২। শরীরের ফিটনেস বজায় রাখা
স্মার্ট ছেলে বা স্মার্ট মেয়ে হওয়ার উপায় হিসেবে আপনাকে শরীরের ফিটনেস বজায় রাখতে হবে। কেউ অতিরিক্ত মোটা হলে সহজে ওজন কমানোর উপায় গুলো জেনে ব্যবস্থা নিতে হবে। আবার কেউ অতিরিক্ত চিকন হলে সহজে মোটা হওয়ার উপায় গুলো জেনে ব্যবস্থা নিতে হবে।
মোটকথা, স্মার্ট হওয়ার উপায় হিসেবে নিয়মিত ব্যায়াম করে শরীরের ফিটনেস বজায় রাখতে হবে।
আমাদের শেষ কথা
আজকে আমরা আপনাদের জানালাম, স্মার্ট হওয়ার উপায় বা মেয়েরা কিভাবে স্মার্ট হবে এবং স্মার্ট ছেলে হওয়ার উপায়। এছাড়া নিজেকে স্মার্ট করে তোলার উপায় হিসেবে চালাক ও চটপটে হওয়ার উপায়, স্টাইলিশ হওয়ার উপায় ও কথাবার্তায় স্মার্ট হওয়ার উপায় নিয়ে আলোচনা করেছি।
আশা করি কিভাবে স্মার্ট হওয়া যায়, সে বিষয়ে একটি পরিপূর্ণ ধারনা পেয়েছেন। এই উপায় গুলো স্মার্ট ছেলে দের জন্য মেয়েদের কাছে স্মার্ট হওয়ার উপায় বা Handsome হওয়ার উপায় হিসেবে গ্রহণ যোগ্য।
উপরোক্ত দক্ষতা গুলো আপনার থাকলে আপনাকে মেয়েদের কাছে স্মার্ট হওয়ার উপায় কিংবা ছেলেদের কাছে স্মার্ট হওয়ার উপায় খুঁজতে হবে না। আপনি হবেন সকলের প্রিয় ব্যক্তি।
লেখাটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানানোর অনুরোধ থাকলো।