এলার্জি ঔষধ এর নাম, দাম ও খাওয়ার নিয়ম।
এলার্জি ঔষধ এর নাম এবং এলার্জির ঔষধ খাওয়ার নিয়ম সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাবো। এলার্জির ঔষধ এর নামের মধ্যে থাকবে স্কিন এলার্জি ঔষধ এর নাম, ঠান্ডা এলার্জির ঔষধের নাম, চোখের এলার্জির ড্রপের নাম এবং এলার্জি চুলকানি দূর করার ঔষধ এর নাম।
অনেকের জীবনে এলার্জি একটি বিরক্তিকর সমস্যা। এলার্জির কারণে শরীরে প্রচন্ড চুলকানি হয় এবং ত্বক লাল হয়ে যায়। অনেকের আবার ঠান্ডা এলার্জির কারণে সবসময় সর্দি-কাশি লেগে থাকে। এছাড়া, চোখের এলার্জির কারনে অনেকের চোখ লাল হয় এবং চোখ চুলকায়। এসব সমস্যা থেকে বাচতে আলাদা আলদা ঔষধ রয়েছে যা আজকে আপনাদের সামনে তুলে ধরছি।
আজকে যা জানাবো- এলার্জি ঔষধ এর নাম
- স্কিন এলার্জি ঔষধ ও ঠান্ডা এলার্জির ঔষধ নাম
- এলার্জির ঔষধ খাওয়ার নিয়ম
- নাকের এলার্জি দূর করার উপায় হিসেবে নাকের স্প্রে ও ড্রপের নাম
- চোখের এলার্জির ড্রপের নাম
- এলার্জি চুলকানি দূর করার ঔষধ এর নাম
- এলার্জির ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
এলার্জি ঔষধ এর নাম
কারো যদি এলার্জির কারণে চুলকানি বেশি হয়, তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ খাওয়ার পাশাপাশি এলার্জি চুলকানি দূর করার ঔষধ দেয়া হয় এবং যদি চোখের এলার্জি থাকে তাদের চোখের এলার্জির ড্রপ দেয়া হয়। নিচে আমরা সব ধরণের এলার্জির ঔষধ এর নাম আপনাদের সামনে তুলে ধরছি।
আরও পড়ুনস্কিন এলার্জি ঔষধ ও ঠান্ডা এলার্জির ঔষধ নাম
১। ফেক্সোফেনাডিন (Fexofenadine) যেমন- Fexo (Square), Fenadin (Reneta)
দামঃ Fexo 120 mg প্রতি ট্যবলেট ৮ টাকা, Fenadin 120 mg প্রতি ট্যবলেট ৮ টাকা
২। সেটিরিজিন (Cetirizine) যেমন- Alatrol (Square), Atrizin (Beximco)
দামঃ Alatrol 10 mg প্রতি ট্যবলেট ৩.০১ টাকা, Atrizin 10 mg প্রতি ট্যবলেট ৩ টাকা
৩। ডেসলোরাটিডিন (Desloratadine) যেমন- Deslor (Orion), Deslorin (ACI)
দামঃ Deslor ৫ mg প্রতি ট্যবলেট ৪ টাকা, Deslorin ৫ mg প্রতি ট্যবলেট ২.৫১ টাকা
৪। লোরাটিডিন (Loratadine) যেমন- Oradin (Eskayef), Loratin (Square)
দামঃ Deslor ১০ mg প্রতি ট্যবলেট ৪ টাকা, Loratin ১০ mg প্রতি ট্যবলেট ৩.০১ টাকা
৫। লিভোসেটিরজিন (Levocetirizine) যেমন- Alcet (Health Care), Curin (Beximco)
দামঃ Deslor ৫ mg প্রতি ট্যবলেট ৪.৫ টাকা, Curin ৫ mg প্রতি ট্যবলেট ৩ টাকা
এখানে, অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ এর গ্রুপ নামের সাথে আমরা কিছু বাংলাদেশ এর জনপ্রিয় এলার্জির ঔষধ এর নাম দিয়েছি। এগুলো সহজেই সব জায়গায় পাওয়া যায়।
আরও পড়ুন
এলার্জির ঔষধ খাওয়ার নিয়ম
ট্যবলেটঃ ১২ বছরের উপরে ও প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ২ টি করে ৬০ মি. গ্রা. ট্যাবলেট অথবা প্রতিদিন একটি করে ১৮০ মি.গ্রা. ফেক্সোফানাডিন ট্যাবলেট খেতে হয়।
৬-১১ বছরের শিশুদের জন্য দৈনিক দুই বার ৩০ মি.গ্রা. ফেক্সো ট্যাবলেট অথবা প্রতিদিন ১ টি করে ৬০ মি. গ্রা. ফেক্সোফানাডিন ট্যাবলেট খেতে হয়।
ওরাল সাসপেনশনঃ ২-১১ বছর বয়সী শিশুদের জন্য দৈনিক ২ বার ৩০ মি. গ্রা. (৫ মিলি) সাসেপেনশন খেতে হয়।
৬ মাস - ২ বছরের শিশুদের এলার্জির ঔষধ খাওয়াতে হয় না। তবে জরুরী প্রয়োজনে চিকিৎসকরা প্রেসক্রিপশন করলে দৈনিক ২ বার ১৫ মি.গ্রা (২.৫ মিলি) সাসপেনশন সেব্য।
আমরা উপরে শুধুমাত্র এলার্জির জন্য খাওয়া হয়, ফেক্সোফেনাডিন গ্রুপের ঔষধের ডোজ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের কারো যদি এলার্জির ঔষধ খাওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে ঔষধ খাবেন। এলার্জির ঔষধ সহ যেকোনো ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।
যেহেতু এই ওষুধগুলির মধ্যে কিছু আপনাকে তন্দ্রাচ্ছন্ন এবং ক্লান্ত করতে পারে, তাই আপনার গাড়ি চালানোর মতো সব ধরেনের ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়া এলার্জির সমস্যায় বিরক্ত হয়ে কক্ষনো অতিরিক্ত (Overdose) এলার্জির ঔষধ খাবেন না। কারণ, এলার্জি ঔষধ এর নাম জানার পাশাপাশি এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়, তা জানলে আপনারা আশ্চার্য্য হবেন।
নাকের এলার্জি দূর করার উপায় হিসেবে নাকের স্প্রে ও ড্রপের নাম (Nasal sprays and Drop)
অনেকের ঠান্ডা এলার্জির কারণে নাক আটকে থাকে। একারনে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তাই নাকের এলার্জি দূর করার উপায় হিসেবে নাকের স্প্রে ও ড্রপ (Nasal sprays and Drop) ব্যবহার করা হয়। তবে আপনারা অতিরিক্ত নাকের ড্রপ বা স্প্রে ব্যবহার করবেন না। এর পরিবর্তে ঠাণ্ডা এলার্জি দূর করার ঘরোয়া উপায় ফলো করতে পারেন। বাংলাদেশে যে সকল নাকের স্প্রে ও ড্রপ পাওয়া যায়। সেগুলো হলোঃ
নাকের ড্রপ (Nasal Drop)
১। Square pharmacitacal Ltd. এর "এনটাজল (Antazol 0.05% and 0.1% Nasal Drop)"
দামঃ Antazol 0.05% ১৫ মিলি ড্রপ ১৮ টাকা, Antazol 0.1% ১৫ মিলি ড্রপ ২০ টাকা
২। Ibn Sina pharmacitacal Ltd. এর "নাটাজল (Natazol 0.05% and 0.025% Nasal Drop)"
দামঃ Natazol 0.05% ১০ মিলি ড্রপ ৪৫ টাকা, Natazol 0.025% ১০ মিলি ড্রপ ৪০ টাকা।
নাকের স্প্রে (Nasal Spray)
১। Square pharmacitacal Ltd. এর "এনটাজল প্লাস (Antazol Plus 2.6 mg+0.0325 mg/Spray)"
দামঃ 120 metered spray 110.75 taka
2. Beximco Pharmacitical Ltd. এর “বিকোস্প্রে (Becospray 50 mcg nasal spray)”
দামঃ 200 metered spray 146.00 taka
চোখের এলার্জির ড্রপের নাম (Eyedrops)
চোখের এলার্জির কারণে অনেকের চোখ চুলকায়, চোখে পানি আসে এবং চোখ লাল হয়ে যায়। চোখের এলার্জি দূর করার উপায় হিসেবে চোখের এলার্জির ড্রপ ব্যবহার করা হয়। চোখের এলার্জির ড্রপের নাম (Eyedrops) গুলো হলোঃ
১। Square pharmacitacal Ltd. এর " এলাকট (Alacot 0.1%) ”
দামঃ Alacot 0.1% ৫ মিলি ড্রপ ১১০.৩৪ টাকা
২। Beximco Pharmacitical Ltd. এর “ওলোপান (Olopan 0.1%)
দামঃ Olopan 0.1% ৫ মিলি ড্রপ ১১০ টাকা
আরও পড়ুন
এলার্জি চুলকানি দূর করার ঔষধ এর নাম
স্কিন এলার্জির বা ত্বকের এলার্জির কারণে যদি শরীরে প্রচণ্ড চুলকানি হয়, তাহলে এলার্জি চুলকানি দূর করার ঔষধ হিসেবে চুলকানির জায়গায় ক্রিম ব্যবহার করা হয়। নাকে ও মুখে এলার্জি দূর করার ঔষধ হিসেবে এই ক্রিম গুলো ব্যবহার করা যায়। তবে এগুলো নাকের, চোখের বা মুখের ভিতরে ব্যবহার করবেন না। মনে রাখবেন এগুলো ত্বকের চুলকানি ও চুলকানির দাগ দূর করে। চুলকানির জান্য এলার্জির ঔষধ এর নাম গুলো হলোঃ
১। Incepta Pharmacitical Ltd. এর “Itchsol Cream 1%+3%”
দামঃ Itchsol Cream ২০ গ্রাম টিউব ৯৫ টাকা
২। Square pharmacitacal Ltd. এর টপিকরট (Topicort Cream 1%)
দামঃ Topicort Cream 1% ১০ গ্রাম টিউব ৪০.১৩ টাকা এবং ২০ গ্রাম টিউব ৭০.০০ টাকা
এলার্জির ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
অ্যান্টিহিস্টামিন জাতীয় এলার্জির ঔষধ গুলোর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই, আপনারা চাইলে এলার্জির ঔষধ খাওয়ার পরিবর্তে, এলার্জির ঘরোয়া চিকিৎসা করে মুক্তি পেতে পারেন। এলার্জির ঔষধ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হলোঃ
- ১। চোখে ঝাপসা দেখা
- ২। প্রস্রাব করতে অসুবিধা
- ৩। মুখ ও গলা শুকিয়ে যাওয়া
- ৪। তন্দ্রা বা ঘুম ভাব হওয়া
- ৫। শরীর দুর্বল লাগা বা ক্লান্ত অনুভব করা
- ৬। পানির পিপাসা লাগা, ইত্যাদি।
আমাদের শেষ কথা
এলার্জি ঔষধ এর নাম সম্পর্কে আজকে আমরা আপনাদের জানালাম। এলার্জির ঔষধের নাম এর মধ্যে স্কিন এলার্জি ঔষধ, ঠান্ডা এলার্জির ঔষধ এর নাম, নাকের এলার্জি দূর করার উপায় হিসেবে নাকের স্প্রে ও ড্রপ এর নাম বিষয়ে জানিয়েছে। এছাড়া, চোখের এলার্জির ড্রপের নাম ও এলার্জি চুলকানি দূর করার ঔষধ বিষয়ে জানালাম।
আশাকরি আর্টিকেলটি পড়ে, এলার্জির ঔষধ এর নাম বিষয়ে আপনাদের সঠিক ধারণা হয়েছে। তবে আমরা আবারো বলছি, যে কোন ঔষধ খাওয়ার আগে, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এলার্জির ঔষধ নিয়ে আরো কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।