মোনাস ১০ কেন খায়। খাওয়ার নিয়ম ও দাম। Monas 10।Montelukast।

(Monas 10 mg) মোনাস ১০ কেন খায় বা মোনাস ১০ এর কাজ কি, সে বিষয় নিয়ে আজকে আপনাদের জানাবো। এছাড়াও থাকবে মোনাস ১০ খাওয়ার নিয়ম, মোনাস ১০ এর দাম কত, গর্ভাবস্থায় মোনাস ১০ খাওয়া নিরাপদ কিনা ও মোনাস ১০ (Monas 10 or Montelukast) এর পার্শ্বপ্রতিক্রিয়া।

মোনাস ১০ (monas 10 mg) ট্যাবলেট এর প্যকেট

বাংলাদেশে বহুল ব্যবহারিত একটি ঔষধ হচ্ছে মোনাস ট্যবলেট (Monas 10 or Montelukast)।চিকিৎসকরা কয়েকটি রোগের জন্য মোনাস ট্যবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। রোগীর বয়স ভেদে মোনাস ৪, ৫ ও ১০ (Monas 4, 5 &10) ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেয়া হয়।

কিন্তু, অনেকেই ডাক্তারের কাছ থেকে জানতে পারেন না মোনাস ৪, ৫ ও ১০ (Monas 4, 5 and10) ট্যবলেট কেন খায়। তাই, আজকে আমরা মোনাস ট্যবলেট (Monas tablet) সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো।


আজকে যা জানাবো

  • মোনাস ১০ (Monas 10 or Montelukast) এর পরিচিত
  • মোনাস ১০ কেন খায় বা মোনাস ১০ এর কাজ কি?
  • মোনাস ৪ ও ৫ কেন খায় বা মোনাস ৪ ও ৫ এর কাজ কি?
  • মোনাস ১০ খাওয়ার নিয়ম
  • মোনাস ১০ এর দাম কত
  • মোনাস ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
  • গর্ভাবস্থায় মোনাস ১০ খাওয়া যাবে কি?

মোনাস (Monas) ৪, ৫ ও ১০ এর পরিচিতি

  • বানিজ্যিক নামঃ মোনাস (Monas)
  • জেনিরিক নামঃ মন্টিলুকাস্ট সোডিয়াম (Montelukast Sodium)
  • ঔষধের ধরণঃ ট্যাবলেট
  • ঔষধের সাইজঃ ১০ মি.গ্রা, ৫ মি.গ্রা. ও ৪ মি.গ্রা. । বাজারে মোনাস ১০, মোনাস ৫ ও মোনাস ৪ নামে পাওয়া যায় (Monas 10 mg, Monas 5 mg and Monas 4 mg are available)
  • উৎপাদন কারীঃ একমি ল্যবরেটরীজ লিমিটেড (Acme Laboratories Ltd.)

মোনাস ১০ কেন খায় বা মোনাস ১০ এর কাজ কি?

মোনাস ১০ কোন রোগের ঔষধ তার বিবরণ
এখন আমরা আপনাদের বলবো মোনাস ১০ (Monas 10) কেন খায়। একই সাথে মোনাস ৪ ও ৫ (Monas 4 & 5) কেন খায় তাও থাকবে। মোনাস এর জেনিরক নাম মন্টিলুকাস্ট সোডিয়াম (Montelucast Sodium)। ড্রাগ নির্দেশিকা অনুযায়ী মোনাস ১০ এর কাজ নিচে দেওয়া হলোঃ

১। এলার্জিক রাইনাইটিস বা ঠান্ডা এলার্জির উপসর্গ দূর করার জন্য

মোনাস ১০ কেন খায় বা মোনাস ১০ কোন রোগের ঔষধ? এলার্জিক রাইনাইটিস বা ঠান্ডা এলার্জি দূর করতে মোনাস ট্যাবলেট খাওয়া হয়। মোনাস ৪, ৫ ও ১০ এর কাজ হচ্ছে, সিজোনাল এলার্জিক রাইনাইটিস ও দীর্ঘ মেয়াদি এলার্জিক রাইনাইটিস এর উপসর্গ, যেমনঃ সর্দি ও কাশি দূর করা।

ঠান্ডা এলার্জির (এলার্জিক রাইনাইটিস) উপসর্গ দূর করতে মোনাস ১০ (monas 10 mg) খাওয়া হয়। ২ বছর বা তার বেশি বয়সী রোগীদের মধ্যে মৌসুমি অ্যালার্জিক ও চিরস্থায়ী অ্যালার্জিক রাইনাইটিস (পিএআর) এর চিকিৎসায় মোনাস ৪, ৫ ও ১০ (Monas 4, 5 & 10) খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অবশ্যই আপনারা চাইলে ঠাণ্ডা এলার্জি দূর করার ঘরোয়া উপায় গুলো ব্যবহার করতে পারেন।

২। অ্যাজমা বা হাপানির দীর্ঘ স্থায়ী চিকিৎসায় মোনাস ট্যাবলেট (Monas Tablet)

ঠান্ডা এলার্জির উপসর্গ দূর করতে মোনাস ১০ এর উপকারিতা রয়েছে। এছাড়াও, মোনাস ১০ (monas 10 mg) এর কাজ বিষয়ে ড্রাগ নির্দেশিকায় বলা হয়, অ্যাজমা বা হাঁপানির চিকিৎসায় মোনাস ১০ (Monas 10) খাওয়া হয়। অতএব মোনাস ১০ কেন খায়, সেটার আরেকটি কারণ হলো, এ্যাজমা বা হাঁপানির দীর্ঘ স্থায়ী চিকিৎসায় মোনাস ১০ খাওয়া হয়।

মুলত, ১২ মাস বা তার বেশি বয়সী রোগীদের জন্য অ্যাজমার প্রোফিল্যাক্সিস এবং ক্রনিক চিকিৎসায় বয়সভেদে মোনাস ৪, ৫ ও ১০ (Monas 4, 5 & 10) ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেয়া হয়।

৩। ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে

মোনাস ১০ কেন খায়, সে বিষয়ে ড্রাগ নির্দেশিকায় আরেকটি কারণ রয়েছে। সেটি হলো ফুসফুসের ব্যায়াম জ্বনিত সংকোচন রোধে মোনাস ১০ এর কাজ করার ক্ষমতা রয়েছে। ৬ বছর বা তার বেশি বয়সী রোগীদের মধ্যে ব্যায়ামজনিত ব্রঙ্কোকনস্ট্রিকশন (ইআইবি) প্রতিরোধে মোনাস ১০ (Monas 10) খাওয়ার পরামর্শ দেয়া হয়।

আরও পড়ুন

মোনাস ৪ ও মোনাস ৫ কেন খায়

যদিও আজকে আমরা মোনাস ১০ কেন খায় বা monas 10 এর কাজ কি, সে সম্পর্কে আপনাদের জানাচ্ছি। পাশাপাশি মোনাস ৪ (Monas 4) ও মোনাস ৫ (Monas 5) একই গ্রুপের (Montelukast) ঔষধ হওয়ায়, আপনাদের জেনে রাখা উচিত, এগুলোও উপরোক্ত রোগের জন্য খাওয়া হয়। শুধুমাত্র মাত্রা কম হওয়ায়, মোনাস ৪ (Monas 4) ও মোনাস ৫ (Monas 5) শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য।

মূলত, মোনাস ১০ কেন খায় বা মোনাস ১০ এর কাজ কি, সে বিষয়ে ড্রাগ নির্দেশিকা অনুযায়ী ৩ ধরনের রোগের চিকিৎসার কথা বলা হয়। উপরের উল্লেখিত এই ৩ ধরনের রোগের কারণে মোনাস ১০ খাওয়া হয়।

মোনাস ১০ খাওয়ার নিয়ম

মোনাস ১০ খাওয়ার নিয়ম বা ডোজের বিবরণ
উপরে আমরা জানালাম, মোনাস ১০ কেন খায়। এখন জানাচ্ছি মোনাস ১০ খাওয়ার নিয়ম। একই সাথে মোনাস ৪ (Monas 4) ও মোনাস ৫ (Monas 5) খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো।

প্রাপ্তবয়স্ক বা ১৫ বছর এর বেশি বয়সীদের জন্য মোনাস ১০ খাওয়ার নিয়ম বা ডোজ হলোঃ

হাঁপানি ও অ্যালার্জিক রাইনাইটিসঃ মোনাস ১০ mg / প্রতিদিন ১ টি ট্যবলেট।

ব্যায়ামজনিত ব্রঙ্কনকন্ট্রিকশনঃ মোনাস ১০ mg/ প্রতিদিন ১ টি ট্যবলেট।

৬ থেকে ১৪ বছরের শিশুদের মোনাস ৫ খাওয়ার নিয়ম হলোঃ

হাঁপানি ও অ্যালার্জিক রাইনাইটিসঃ মোনাস ৫ mg / প্রতিদিন ১ টি ট্যবলেট

ব্যায়ামজনিত ব্রঙ্কনকন্ট্রিকশনঃ মোনাস ৫ mg / প্রতিদিন ১ টি ট্যবলেট।

৬ মাস থেকে ৫ বছরের শিশুদের মোনাস ৪ খাওয়ার নিয়ম বা ডোজ হলোঃ

হাঁপানি ও অ্যালার্জিক রাইনাইটিসঃ মোনাস ৪ mg / প্রতিদিন ১ টি ট্যবলেট

এখানে আমরা শুধুমাত্র মোনাস ট্যবলেট (Monas Tablet) এর ডোজ আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু, আপাদের মোনাস ট্যবলেট খাওয়ার প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে ঔষধ খাবেন।

আরও পড়ুন

মোনাস ১০ এর দাম কত (monas 10 price in bangladesh)

মোনাস ১০ এর দাম কত তা আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি মোনাস ৪ (Monas 4) ও মোনাস ৫ (Monas 5) এর দামও জানাবো।

মোনাস ১০ (monas 10 mg) এর দাম

মোনাস ১০ প্রতিটি ট্যবলেটের মূল্য ১৬.০০ টাকা (৫ ট্যাবলেট এর প্যাকঃ ৮০ টাকা, ১৫ ট্যবলেট এর প্যাকঃ ২৪০ টাকা এবং ৩০ ট্যবলেট এর প্যাকঃ ৪৮০ টাকা)

মোনাস ৫ (Monas ৫) এর দাম

প্রতিটি মোনাস ৫ ট্যবলেটের মূল্য ৮.০৭ টাকা (৩০ ট্যবলেট এর প্যাকঃ ২৪২.১০ টাকা)

মোনাস ৪ (Monas ৪) এর দাম

প্রতিটি মোনাস ৪ ট্যবলেটের দাম ৬ টাকা (৫ ট্যবলেট এর প্যাক ৩০ টাকা এবং ৩০ ট্যবলেট এর প্যাক ১৮০ টাকা)

মোনাস ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া

সকল মেডিসিনের মতো মোনাস ১০ (Monas 10) এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। একই ভাবে মোনাস ৪ (Monas 4) ও মোনাস ৫ (Monas 5) এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মোনাস ট্যবলেট খেলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হতে পারে। যেমনঃ ডায়রিয়া হওয়া, জ্বর হওয়া, দুর্বলতা, মাথাব্যথা, বমি বমি ভাব, পেশি ব্যাথা ও ঘুমের সমস্যা। এছাড়া ওভারডোজের প্রভাবে পেটে ব্যথা, উদাসীনতা, তৃষ্ণা, মাথা ব্যথা, বমি ইত্যাদি হতে পারে।

এছাড়াও, কিছু ওষুধ আছে যা মোনাস ১০ (Monas 10 mg) এর সাথে একত্রে খেলে, সে ওষুধ বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে এর কার্যকলাপ কমিয়ে দেয় বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায়। এর মানে এই নয় যে, আপনাকে অবশ্যই ওষুধগুলির একটি গ্রহণ বন্ধ করতে হবে। তবে, কখনও কখনও এটি করা হয়।এজন্য মোনাস সহ যে কোন ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।

মোনাস ১০ (Monas 10) এর সাথে বিক্রিয়া করতে পারে এমন সাধারণ ওষুধগুলোর মধ্যে রয়েছে-

  • ফেনোবারবিটল (Phenobarbital)
  • ফিনাইটয়িন (Phenytoin)
  • রিফামপেসিন (Rifampicin)

আরও পড়ুন

আমাদের শেষ কথা

(Monas 10 mg) মোনাস ১০ কেন খায় বা মোনাস ১০ এর কাজ কি তা আজকে আমরা আপনাদের জানালাম। আশাকরি আর্টিকেলটি পরে মোনাস ১০ কোন রোগের ঔষধ, তা আপনারা জানতে পেরেছেন। এছাড়া, মোনাস ১০ খাওয়ার নিয়ম, মোনাস ১০ এর দাম কত, মোনাস ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া ও গর্ভাবস্থায় মোনাস ১০ খাওয়া নিরাপদ কিনা, তা জানিয়েছে।

মোনাস ১০ (Monas 10) এর পাশাপাশি মোনাস ৪ (Monas 4) ও মোনাস ৫ (Monas 5) কেন খায় তাও আপনাদের বিস্তারিত জানিয়েছি। মোনাস ১০ (Monas 10) একমি ল্যবরেটরীজ লিমিটেড (Acme Laboratories Ltd.) এর মন্টিলুকাস্ট সোডিয়াম (Montelukast Sodium) গ্রুপের একটি ভালো মানের ঔষধ। এটি বাংলাদশে খুবই জনপ্রিয় একটি ট্যবলেট। মোনাস ১০ এর উপকারিতা বা কার্যকারিতা বিষয়ে আপানারা আরও কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

FAQ

1. গর্ভাবস্থায় মোনাস ১০ কি নিরাপদ?

বিশ্বে গর্ভবতী মায়েদের উপর Montelukast Sodium এর রিস্ক বিষায়ক কয়েকটি প্রতিবেদনের রিপোর্ট প্রকাশ করা হয়। গর্ভবতী অ্যাজমা রোগী দের উপর এই সমীক্ষাটি চালানো হয়। প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী, গর্ভাবস্থায় মোনাস (Montelukast) এর তেমন বড় কোন ঝুঁকি পাওয়া যায় নায়।

তবে, গর্ভাবস্থায় মোনাস ১০ (Monas 10) খাওয়া সহ যে কোন ঔষধ অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url