কোন ক্রিম মুখের জন্য ভালো? ছেলেদের ও মেয়েদের সেরা ১০ ক্রিম।
কোন ক্রিম মুখের জন্য ভালো? সৌন্দর্য প্রিয় ছেলেদের ও মেয়েদের কাছে এটি একটি কমন প্রশ্ন। কারণ, বাজারে মুখের দাগ দূর করার ক্রিম এবং মুখ ফর্সা করার এর অভাব নাই। এর মধ্যে নিম্ন মানের ক্রিমের সংখ্যাই বেশি। তবে আশার কথা হলো, বাজারে কিছু ভালো মানের মুখের ক্রিমও পাওয়া যায়। কিন্তু সবাই সেগুলো খুজে পায় না বা চিনতে পারে না। তাই আজকে আমরা আপনাদের জানাবো, কোন ক্রিম মুখের জন্য ভালো হবে।
মুখের ক্রিম কোনটা ভালো, সেটা জানার পাশাপাশি আপনাদের জানা উচিত, মানুষের মুখের ত্বক ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কারো ত্বক অয়েলি, আবার কারো ত্বক শুস্ক হতে পারে।
তাই, আজকে আমরা আপনাদের সব ধরণের ত্বকে যে ক্রিম গুলো (All skin type Cream) ভালো সেগুলোর নাম জানাবো। এছাড়া, ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো এবং মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো তা আলাদা ভাবে জানাবো।
আজকে যা জানাবো
- মুখের ক্রিম কি কাজ করে?
- কোন ক্রিম মুখের জন্য ভালো?
- মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
- ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
- মুখে ক্রিম ব্যবহারের নিয়ম
মুখের ক্রিম কি কাজ করে?
আমাদের মুখের ত্বক বিভিন্ন কারণে তার উজ্জলতা হারায়। ফলে, মুখে কালো দাগ, ডার্ক সার্কেল, ব্লাক হেডস, বয়সের ছাপ ও ব্রণ সহ নানা সমস্যা দেখা দেয়। এছাড়া, সূর্যের ক্ষতিকারক রশ্মি আমাদের মুখের ত্বক কালো করে।
আমাদের ত্বক হল সবচেয়ে বাইরের স্তর যা পুরো অভ্যন্তরীণ শরীরকে ঢেকে রাখে। যার মধ্যে রয়েছে, পেশী, টিস্যু, অঙ্গ, স্নায়ু, রক্ত ইত্যাদি। ত্বকের এই উপাদান গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিশেষ করে, ত্বকের কোষ অকার্যকর হলে আমাদের ত্বকে নানা সমস্যা দেখা দেয়।
মুখের জন্য ভালো মানের ক্রিম, মুখের ত্বকের কোষ গুলিকে কার্যকর করে এবং জীবিত কোষের সংখ্যা বাড়িয়ে আমাদের ত্বক ভালো কারে। চর্ম বিশেষজ্ঞ দের মতে, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডাইজিং ও নানা উপাদান সহ মুখের ত্বকের উপযোগী করে (Face skin Cream) বানানো, ক্রিম গুলো ব্যবহারে মুখের ত্বক ফর্সা ও মুখের কালো দাগ দূর হয়।
এছাড়া, সান স্ক্রিন ক্রিম গুলো সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করে। ভালো মানের ক্রিম ত্বকের আদ্রতা ধরে রাখে এবং ত্বকের টোন রিসেট করে।
কোন ক্রিম মুখের জন্য ভালো?
বিভিন্ন উদ্দ্যেশে আমরা মুখে ক্রিম ব্যবহার করি। কোন ক্রিম মুখের জন্য ভালো, তা জানার জন্য পাশাপাশি আমাদের মুখে ক্রিম ব্যবহারের উদ্দেশ্য জানা দরকার। যেমন মুখের দাগ দূর করার ক্রিম গুলো মুখের দাগ দূর করে, মুখ উজ্জল ও ফর্সা করে। আবার কিছু ডে ক্রিম (Day Cream) রোদের তাপ থেকে মুখের ত্বককে প্রোটেকশন দেয়।
এছাড়া, রাতে ত্বকে ব্যবহার করা নাইট ক্রিম (Night Cream) গুলো ত্বক পূর্ণগঠিত করে। কিছু ক্রিম, শীতে মুখের ক্রিম হিসেবে আবার কিছু গরমে মুখের ক্রিম হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও তেল তেলে মুখে (Oily skin face cream) ও ব্রণের মুখে আলাদা আলাদা ক্রিম রয়েছে।
তবে আজকে আমরা আপনাদের জন্য যে ক্রিম এর নাম গুলো বাছাই করেছি, এগুলো সকল ধরণের ত্বকে (All skin face cream) এবং সকল সময়ে ব্যবহার করতে পারবেন। এই ক্রিম গুলো মুলত ত্বকের কালচে ভাব দূর করে ও ত্বকের উজ্জলতা বাড়িয়ে ত্বক ফর্সা করবে (best whitening and brightness face cream)।
এছাড়া ছেলেদের ও মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম হিসেবে এগুলো বাজারের সেরা। চলুন দেখে নেই, কোন ক্রিম মুখের জন্য ভালো। যেহেতু লেডিস ফাস্ট, তাই আমরা আগে আপনাদের জানাবো, মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো। তারপরে জানাবো, ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো।
আরও পড়ুন
মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
মেয়েদের মুখের ক্রিম কোনটা ভালো বা মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম গুলো নিচে দেওয়া হলো। উল্লেখ্য, আমরা এখানে সিরিয়াল নাম্বার দিয়ে শুধু সংখ্যা বুঝিয়েছি। কোন ভাবেই এটিকে ক্রিমের গুনগত মানের সিরিয়াল হিসেবে নেবেন না। এখানে দেওয়া সব গুলো ক্রিমই ভালো মানের বাজারের সেরা ক্রিম।
১। Lakme Perfect Radiance Intense Whitening Day Cream
২। Lotus Herbals White Glow Skin Brightening Gel Cream
৩। Pond's White Beauty Daily Spot-Less Lightening Cream
যদি আপনি জানতে চান, মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো? তাহলে আপনার জানা উচিত, বাজারের সেরা ত্বক ফর্সা ও উজ্জল করার ক্রিমগুলির মধ্যে একটি হল, পন্ডস হোয়াইট বিউটি ডেইলি স্পট-লেস লাইটেনিং ক্রিম (Pond's White Beauty Daily Spot-Less Lightening Cream)।
এটি আপনার ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার পাশাপাশি প্রতিদিনের ব্যবহারে ডার্ক সার্কেল এবং দাগ নিরাময় করে। তৈলাক্ত ত্বকে এটি ভাল ফলাফল দেয়। প্রতিদিন দুবার ব্যবহার করলে মেয়েদের মুখের কালো দাগ দূর করে। আপানারা এই ক্রিমটি বেশ কিছু অনলাইন শপে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
৪। L’Oréal Paris Skin Perfect 20+ Anti-Imperfections Cream

মেয়েদের মুখের আরেকটি ভালো ক্রিম হলো L’Oréal Paris Skin Perfect 20+ Anti-Imperfections Cream । এই ক্রিমটি ও মেয়েদের মুখের কালো দাগ ও ডার্ক সার্কেল দূর করে মুখ উজ্জল করে। এই ক্রিমটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী এবং ত্বকের গুণমান উন্নত করে। আপানারা এই ক্রিমটি amazon, ebay, flipkart ও daraz সহ বেশ কিছু অনলাইন শপে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
৫। Garnier Skin Naturals Light Complete Serum Cream
মেয়েদের মুখের কালো দাগ দূর করার ও ত্বক ফর্সা করার ক্রিম হিসেবে আরেকটি ভালো মানের ক্রিম Garnier Skin Naturals Light Complete Serum Cream। এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে মুখের মেছাতার দাগ, মুখের কালো দাগ ও ডার্ক সাকেল কমায় এবং মুখের ফ্যাকাশে ভাব দূর করে। আপানারা এই ক্রিমটিও বেশ কিছু অনলাইন শপে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
৬। Fair and lovely advanced multi vitamin
৭। Nivea soft light moisturizer
৮। Biotique Bio Dandelion Ageless Lightening Serum
Biotique Bio Dandelion Ageless Lightening Serum ক্রিমটি মেয়েদের ত্বকের জন্য আরেকটি ভালো ক্রিম। এটি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত। এটি মেলানিনের বিরুদ্ধে ভেতরের ত্বককে রক্ষা করে, মুখের দাগ দূর করে ও মুখ ফর্সা করে। মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম হিসেবে এটিতে আছে ১০০ % প্রাকৃতিক এবং জৈব উপাদান। ত্বক উজ্জল করার জন্য ক্রিমটি আপানারা মুখে এবং ঘারে ব্যবহার করতে পারেন। আপানারা এই ক্রিমটি amazon, ebay, flipkart ও daraz সহ বেশ কিছু অনলাইন শপে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
৯। Olay natural white cream
মেয়েদের মুখ ফর্সা করার উপায় হিসেবে Olay natural white cream এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এটি একটি উন্নতমানের ক্রিম। এটি ভিটামিন প্রো-বি৫, বি৩, এবং ই সমৃদ্ধ, যা ত্বকের কোষগুলিকে কার্যকর করে আপনার মুখের চেহারা ফর্সা ও উজ্জ্বল করে। আপানারা এই ক্রিমটি amazon, ebay, flipkart ও daraz সহ বেশ কিছু অনলাইন শপে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
১০। Blue Nectar Ayurvedic Skin Brightening Cream
মেয়েদের মুখের জন্য আরেকটি ভালো ক্রিম হল, Blue Nectar Ayurvedic Skin Brightening Cream। চন্দন কাঠ, বাদাম তেল এবং অ্যালোভেরা জেলের উপাদান দিয়ে এই ক্রিম টি তৈরি করা হয়েছে।
প্রাকৃতিক উপায়ে মেয়েদের মুখের দাগ দূর করার ক্রিম ও মুখ ফর্সা করার ক্রিম হিসেবে এটি ব্যবহার করতে পারেন। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপানারা এই ক্রিমটি বেশ কিছু অনলাইন শপে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
এতক্ষণ আমরা আপনাদের জানালাম, মেয়েদের ক্ষেত্রে কোন ক্রিম মুখের জন্য ভালো বা মেয়েদের মুখের ক্রিম কোনটা ভালো। আমরা এখানে মোট ১০ টি মুখ ফর্সা করার ক্রিম এর নাম উল্লেখ্য করেছি যা আমাদের কাছে বাজারের সেরা মনে হয়েছে। তাই, এগুলো মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম হিসেবে ব্যবহার করার পাশাপাশি ত্বক ফর্সা ও উজ্জল করতে বহুল ব্যবহার করা হয়।
আরও পড়ুনছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
ছেলেরা চাইলে মেয়েদের ক্রিম গুলো ব্যবহার করতে পারে। আগে একসময় সেটাই করতো। তবে, এখন যেহেতু ছেলেদের ত্বকের উপযুক্ত করে আলাদা ছেলেদের মুখের ক্রিম (men face cream) বানানো হয় এবং বাজারে পাওয়া যায়, তাহলে কে মেয়েদের ক্রিম ব্যবহার করবে? বলুন।
ছেলেদের কোন ক্রিম মুখের জন্য ভালো, তা এখন আপানাদের জানাবো। এখানেও আমরা মুখের ক্রিম কোনটা ভালো তা যাচাই করার জন্য এমন কিছু ক্রিম রেখেছি, যেগুলো সব ধরণের ত্বকে (All skin type) ব্যবহার করা যায়। এছাড়া, এগুলো শীতে ছেলেদের মুখের ক্রিম বা গরমে ছেলেদের মুখের ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেবেন।
চুলুন দেখে নেই বাজারের সেরা ও উন্নত মানের ছেলেদের মুখের ক্রিমের নাম। উল্লেখ্য, আমরা এখানে সিরিয়াল নাম্বার দিয়ে শুধু সংখ্যা বুঝিয়েছি। কোন ভাবেই এটিকে ক্রিমের গুনগত মানের সিরিয়াল হিসেবে নেবেন না। এখানে দেওয়া সব গুলো ক্রিমই ভালো মানের বাজারের সেরা ক্রিম।
১। ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম (Emami Fair & Handsome)
তাই আপানারা যারা জানতে চান, ছেলেদের ক্ষেত্রে কোন ক্রিম মুখের জন্য ভালো? তাদের জন্য বলবো আপানারা মুখের ত্বক উজ্জল ও ফর্সা করার জন্য এবং মুখের দাগ দূর করার ক্রিম হিসেবে ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম (Emami Fair & Handsome) ক্রিম টি ব্যবহার করতে পারেন। এই ক্রিম টি হাতের কাছে শপে সহজেই পাবেন। এছাড়া অনলাইনেও এটি কিনতে পারেন।
২। Nivea Men Face Cream
ছেলেদের মুখের ত্বক ফর্সা ও উজ্জল করতে আরেক টি ভালো মানের ক্রিম হল Nivea Men Face Cream। এই ক্রিম টি কিছু দিন ব্যবহার করলে ত্বকের কালো দাগ দূর করে ত্বক ফর্সা ও উজ্জল করে। গরমে বা শীতকালে ছেলেদের মুখের ক্রিম হিসেবে এটি ব্যবহার করা যায়। ক্রিমটি খুজলে অনলাইনে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
৩। Nivea Whitening Face Cream for Men
৪। Lotus Herbals Whitening Cream for Men
ছেলেদের মুখ সাদা করার আরেকটি ভালো মানের ক্রিম Lotus Herbals Whitening Cream for Men। এটি হারবাল প্রডাক্ট, তাই এর কোন সাইড ইফেক্ট নেই। এটি নিয়মিত ব্যবহারে ছেলেদের ত্বক উজ্জল ও ফর্সা হবে। এই ক্রিমটিও খুজলে amazon, ebay, flipkart ও daraz সহ বেশ কিছু অনলাইন শপে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
৫। Himalaya Men’s Cream
৬। Garnier Men Oil Control Fairness Cream
৭। Avon For Men Brightening Cream With SPF-15
ছেলেদের মুখ সাদা করার আরেকটি ভালো মানের ক্রিম Avon For Men Brightening Cream With SPF-15। এটি নিয়মিত ব্যবহারে ছেলেদের ত্বক উজ্জল ও ফর্সা হবে। আপানারা এই ক্রিমটি খুজলে, অনলাইনে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
৮। Glow & Lovely Max Fairness Cream
ছেলেদের মুখ সাদা করার আরেকটি ভালো মানের ক্রিম Glow & Lovely Max Fairness Cream। এটি নিয়মিত ব্যবহারে ছেলেদের ত্বক উজ্জল ও ফর্সা হবে। এই ক্রিমটি অনলাইনে বা অফলাইনে সহজেই পাওয়া যায়।
৯। VLCC Men Light Fairness Moisturizer
ছেলেদের মুখের ত্বক ফর্সা ও উজ্জল করতে আরেক টি ভালো মানের ক্রিম হল VLCC Men Light Fairness Moisturizer। ক্রিমটি নিয়মিত কিছু দিন ব্যবহার করলে ছেলেদের মুখের কালো দাগ দূর করে, ত্বক ফর্সা ও উজ্জল করে। গরমে বা শীতকালে ছেলেদের মুখের ক্রিম হিসেবে এটি ব্যবহার করা যায়। এই ক্রিমটিও খুজলে অনলাইনে বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন।
১০। Pond’s Men Oil Control Fairness Cream
আরও পড়ুন
মুখে ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম
অনেকের মুখের ক্রিম কেন কাজ করে না! চর্ম বিশেষজ্ঞরা বলেন, মুখের ত্বকে ভুল ভাবে ক্রিম ব্যবহারের ফলে মুখের ক্রিম ব্যবহারের সুফল অনেকে পায়না। এজন্য সঠিক নিয়মে ক্রিম ব্যবহার করতে হবে। অনেকেই যেভাবে খুশি সেভাবে ক্রিম ব্যবহার করেন। সেটি ঠিক নয়।
চর্মরোগ বিশেষজ্ঞরা, মুখের ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই মুখ পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারা জানিয়েছেন, একটি ভালো মানের ফেস ওয়াশ দিয়ে, ত্বক আলতো করে পরিষ্কার করে নিবেন।
এরপর শুকানোর জন্য নরম তোয়ালে ব্যবহার করতে হবে। মুখ ভালো ভাবে শুকানোর পরে, ক্রিমটি আলতো ভাবে মুখের ত্বকে লাগান। এভাবে প্রতিদিন দুইবার করে নিয়মিত ব্যবহার করলে মুখের ক্রিম ব্যবহারের সুফল পাবেন।
আমাদের শেষ কথা
আজকে আমরা আপনাদের জানালাম, কোন ক্রিম মুখের জন্য ভালো। এজন্য আমরা আলাদা ভাবে, মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো এবং ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো তা জানিয়েছে।
আমরা আপনাদের যে ক্রিমগুলোর কথা জানিয়েছে, এগুলো মুখের দাগ দূর করার ক্রিম হিসেবে এবং ত্বক উজ্জল ও ফর্সা করতে ব্যবহার করা হয়। এই ক্রিম গুলো মুখে বয়সের ছাপ দূর করে, মুখের চেহার ফর্সা ও উজ্জল করার উপায় হিসেবে ভালো কাজ করে। এছাড়া এগুলো ছেলেদের ও মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম হিসেবে ব্যবহার করা হয়।
আমরা চেষ্টা করেছি, ছেলেদের মুখের ক্রিমের নাম গুলো বাজারের সেরা ছেলেদের মুখের ক্রিম যাতে হয়। এগুলো শীতে ছেলেদের মুখের ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন। মেয়েদের ক্রিম গুলোও শীতে মুখের ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার ত্বকের ক্ষত্রে, কোন ক্রিম মুখের জন্য ভালো কাজ করেছে? সেটি আমাদের কমেন্ট করে জানান।