নোরিক্স ১ ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম। নোরিক্স এর দাম ও কার্যকারিতা। norix 1 pill

নোরিক্স ইমারজেন্সি পিল (norix emergency pill) খাওয়ার নিয়ম এবং নোরিক্স ইমার্জেন্সি পিলের দাম কত? এই বিষয় গুলো নিয়ে আজকে আমরা আপনাদের জানাবো। এছাড়াও থাকবে, নোরিক্স ১ ইমারজেন্সি পিল (norix 1 emergency pill) খাওয়ার নিয়ম, নোরিক্স পিল বেশি খেলে কি হয়, নোরিক্স ১ পিল (norix 1 pill) এর কার্যকারিতা কেমন, নোরিক্স ইমারজেন্সি পিল এর সাইড ইফেক্ট এবং নোরিক্স পিল খাওয়ার কত দিন পর মাসিক হয় এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা।

নোরিক্স ১ ও ২ ট্যাবলেট পিল খাওয়ার নিয়ম


সোশ্যাল মার্কেটিং কোম্পানি (SMC) এর একটি ভালো মানের ইমারজেন্সি পিল হচ্ছে নোরিক্স ইমার্জেন্স পিল। অরক্ষিত সহবাসের পরে গর্ভধারণ রোধ করার জন্য, নোরিক্স ইমারজেন্সি পিল মহিলাদের খাওয়ার ট্যাবলেট। তবে, অনেকেই নোরিক্স ইমারজেন্সি পিল সঠিকভাবে খাওয়ার নিয়ম অনুযায়ী খায় না। এতে মেয়েদের শরীরের নানা সাইড ইফেক্ট দেখা দেয়। তাই, আজকে আমরা নোরিক্স ইমারজেন্সি পিল খাওয়ার সঠিক নিয়ম আপনাদের জানাবো।

এর আগে আমরা আপনাদের জানিয়েছিলাম, কোন ইমারজেন্সি পিল সবচেয়ে ভালো এবং ইমারজেন্সি পিল বিষয়ে সকল প্রশ্নের উত্তর। তাই আপনারা চাইলে ইমারজেন্সি পিল কোনটা ভালো সেটা দেখে নিতে পারেন।

আজকে যা জানাবো

  • নোরিক্স ইমারজেন্সি পিলের দাম কত?
  • নোরিক্স ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম
  • নোরিক্স পিল এর কার্যকারিতা
  • নোরিক্স পিল এর সাইড ইফেক্ট
  • নোরিক্স পিল বেশি খেলে কি হয়?
  • নোরিক্স পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়?

নোরিক্স ইমারজেন্সি পিল এর দাম কত?

নোরিক্স ইমারজেন্সি পিল

বর্তমানে বাংলাদেশে এসএমসি কোম্পানির দুই ধরনের নোরিক্স ইমারজেন্সি পিল রয়েছে। এক ধরনের নোরিক্স ইমারজেন্সি পিল এ ২ ট্যাবলেট থাকে। আরেক ধরনের নোরিক্স ইমারজেন্সি পিল এ ১ টা ট্যাবলেট থাকে যার নাম নোরিক্স ১ (norix 1)।

২ ট্যাবলেট নোরিক্স ইমারজেন্সি পিল (norix emergency pill) এর দাম ৬০ টাকা। এবং ১ ট্যাবলেট নোরিক্স ইমারজেন্সি পিল এর দামও ৬০ টাকা। তবে, নোরিক্স ইমারজেন্সি পিল এর দাম বিভিন্ন সময় কম-বেশি হতে পারে। তাই আপনারা নোরিক্স ইমারজেন্সি পিল কেনার আগে বর্তমান বাজার মূল্য যাচাই করে নিবেন।

নোরিক্স ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম।

নোরিক্স যেহেতু একটি ইমার্জেন্সি পিল। তাই, শুধুমাত্র ইমারজেন্সি পরিস্থিতিতে এই পিল খেতে হয়। কোনভাবেই এটি নিয়মিত খাবার পিল নয়। যদি, মেয়েরা স্বল্পমাত্রার পিল খেতে ভুলে যায় বা সহবাসে কনডম ফেটে যায় কিংবা যেকোনো কারণে জন্মনিয়ন্ত্রণের কোনো প্রটেকশন ছাড়া অরক্ষিত সহবাস হয়ে যায়, শুধুমাত্র সেক্ষেত্রে সহবাসের পর ৭২ ঘণ্টার মধ্যে ইমার্জেন্সি পিল খেতে হয়।

নোরিক্স ১ (norix 1) ইমার্জেন্সি পিলে যেহেতু ১ টা ট্যাবলেট থাকে। নোরিক্স ১ (norix 1) ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম হচ্ছে, অরক্ষিত সহবাসের পর ৭২ ঘণ্টার মধ্যে একটি পিল খেতে হয়। তবে, সবচেয়ে ভালো সহবাসের পর ১২ ঘণ্টার মধ্যে খাওয়া।

যে সকল নোরিক্স ইমার্জেন্সি পিলে ২ টি ট্যাবলেট থাকে, সেসকল দুই ট্যাবলেট ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম হচ্ছে, সহবাসের পর ৭২ ঘণ্টার মধ্যে প্রথম ট্যাবলেটটি খেতে হয় এবং প্রথম ট্যাবলেটটি খাওয়ার ১২ ঘন্টা পর দ্বিতীয় ট্যাবলেটটি খেতে হয়। তবে প্রথম ট্যাবলেট টি সহবাসের পর ১২ ঘণ্টার মধ্যে খাওয়া ভালো।

নোরিক্স ইমারজেন্সি পিল এর কার্যকারিতা

নোরিক্স ১ ইমারজেন্সি পিল

নোরিক্স ইমারজেন্সি পিল (norix emergency pill) এর কার্যকারিতা জানার আগে কতগুলো বিষয় জেনে নিতে হবে। যেমন নোরিক্স পিল কারা খেতে পারবেন? নিশ্চয়ই সকল মেয়েরা নোরিক্স ইমারজেন্সি পিল খেতে পারবেন না। যাদের ডায়াবেটিস সহ নানা রোগ রয়েছে, তাদের ইমারজেন্সি পিল খাওয়া উচিত নয়।

এছাড়া, যারা অতিরিক্ত ইমারজেন্সি পিল খান, তাদের ক্ষেত্রেও ইমারজেন্সি পিলের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তবে, যারা ইমার্জেন্সি পিল খেতে পারবেন এবং সম্পূর্ণ নিয়ম মেনে খাবেন, তাদের ক্ষেত্রে নোরিক্স ইমারজেন্সি পিলের কার্যকারিতা অন্যান্য ভালো মানের ইমারজেন্সি পিলের প্রায় সমান। নোরিক্স ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম অনুযায়ী খেলে, এই পিল গর্ভধারণ রোধ করতে প্রায় ৯৯% কার্যকর।

নোরিক্স ইমারজেন্সি পিল এর সাইড ইফেক্ট।

অন্যান্য ইমারজেন্সি পিলের মত নোরিক্স ইমারজেন্সি পিল (norix emergency pill) এর সাইড ইফেক্ট রয়েছে। আপনারা অনেকেই জানতে চান নোরিক্স ইমারজেন্সি পিল খেলে কি ক্ষতি হয়? 

ইমারজেন্সি পিলে অধিক মাত্রায় হরমোন থাকে যা মেয়েদের গর্ভধারণ রোধ করে। তাই ইমারজেন্সি পিল এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেগুলো হলো মাথা ঘোরা, বমি হওয়া, অনিয়মিত মাসিক হওয়া ইত্যাদি।

নোরিক্স ইমারজেন্সি পিল এর ক্ষেত্রেও এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হতে পারে। এগুলো স্বাভাবিক সাইড ইফেক্ট। তবে এগুলো যদি কারো ক্ষেত্রে অতি মাত্রায় হয় বা অন্য কোন ক্ষতিকর দিক দেখা দেয়, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিওয়া উচিত।

নোরিক্স ইমারজেন্সি পিল বেশি খেলে কি হয়?

নোরিক্স (norix) সহ যেকোনো ইমারজেন্সি পিল বেশি খেলে ইমারজেন্সি পিলের ক্ষতিকর দিক বাড়তে পারে। এরমধ্যে দীর্ঘদিন মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া, ইমারজেন্সি পিলের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া, ফলে গর্ভবতী হওয়া ইত্যাদি।

এছাড়া, ইমারজেন্সি পিল বেশি খেলে মেয়েরা সন্তান ধারণে অক্ষম হয়ে যেতে পারে। তাই তিন মাসের মধ্যে একবারের বেশি ইমার্জেন্সি পিল খাওয়া ঠিক নয়। সবচেয়ে ভালো ছয় মাসের মধ্যে একবার এর বেশি না খেয়ে পারলে।

নোরিক্স ইমারজেন্সি পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়?

অনেকেই জানতে চান নোরিক্স ইমারজেন্সি পিল (norix emergency pill) খাওয়ার কত দিন পর মাসিক হয়? বা নোরিক্স খেলে কি অনিয়মিত মাসিক হয়? নোরিক্স একটি ইমারজেন্সি পিল এবং ইমারজেন্সি পিল এ নিয়মিত স্বল্প মাত্রার পিলের চেয়ে অধিক পরিমাণে হরমোন থাকে। তাই, নোরিক্স সহ যেকোন ইমারজেন্সি পিল খাওয়ার পরে মাসিক অনিয়মিত হতে পারে।

এছাড়া, মাসিকের আগে ফোটা ফোটা রক্তপাত হতে পারে, সময়ের আগে মাসিক হতে পারে, পিরিয়ড এ অতিরিক্ত বিল্ডিং হতে পারে এবং কিছুদিনের জন্য মাসিক বন্ধ হয়ে যেতে পারে। তবে, নির্ধারিত সময় এর চেয়ে ১৪ থেকে ১৫ দিনের বেশি পিরিয়ড বন্ধ থাকলে, প্রথমে প্রেগনেন্সি চেকআপ করে নিবেন, যে আপনি গর্ভবতী কিনা এবং একজন চিকিৎসকের পরামর্শ নিবেন।

আমাদের শেষ কথা

আজকে আমরা আপনাদের জানালাম নোরিক্স ইমারজেন্সি পিল (norix emergency pill) এর দাম এবং নোরিক্স (norix) ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম। এছাড়া, নোরিক্স পিল এর কার্যকারিতা, নোরিক্স পিল এর সাইড ইফেক্ট, নোরিক্স (norix) ইমারজেন্সি পিল বেশি খেলে কি হয় এবং নোরিক্স (norix) ইমারজেন্সি পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়।

নোরিক্স ইমারজেন্সি পিল (norix emergency pill) সহ সকল ধরনের ইমারজেন্সি পিল শুধুমাত্র জরুরী প্রয়োজনে খাওয়া উচিত। কারণ ইমারজেন্সি পিল বেশি খাওয়া ক্ষতিকর। তাই, ইমারজেন্সি পিল খাওয়া এড়ানোর জন্য তথা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়ানোর জন্য, মেয়েরা নিয়মিত ভালো মানের স্বল্পমাত্রার পিল খেতে পারেন এবং পুরুষেরা ভালো মানের কনডম এবং কনডমের সঠিক ব্যবহার করতে পারেন।

যদি, একান্ত জরুরী প্রয়োজনে ইমারজেন্সি পিল খেতে হয়, তাহলে নোরিক্স ইমারজেন্সি পিল খেতে পারেন। এটি একটি ভালো মানের ইমারজেন্সি পিল। তবে, অবশ্যই ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম মেনে পিল খাবেন। এবং ৩ মাসের মধ্যে এক টির বেশি ইমারজেন্সি পিল খাওয়া থেকে বিরত থাকবেন।

ইমারজেন্সি পিল বিষয়ে বিস্তারিত আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও ইমারজেন্সি পিল বিষয়ে আপনাদের আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url